ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার আজ শনিবার সকালে জানান, গতকাল রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে চার যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তারা রাজধানীর পোস্তাগোলায় যাচ্ছিলেন। অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে সড়কে উঠতেই মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফালান মিয়া (২৫), ও চালক চান মিয়া (৩২) নিহত হন। গুরুতর আহত আফজাল হোসেনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সেখানে তার মৃত্যু হয়। অটোরিকশার আরেক যাত্রী আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম জানা যায়নি।

মো. কাওসার বলেন, অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো মামলা এখনও হয়নি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি