ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২১ ডিসেম্বর ২০১৯

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার পর্যন্ত এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৬টায় সাহজুল ইসলাম সাজু (১৯) মারা যান।

ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সাজুর শরীরের ৭০ ভাগই পুড়ে গিয়েছিল।’

জানা যায়, সাজু কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার ব্রাক্ষ্মণ ডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কেরানীগঞ্জের জিনজিরা আরিমারাবাদ এলাকায় থাকতেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুনকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৮ জন মারা গিয়েছিলেন। নিয়ম মেনে তৈরী করা হয়নি অভিযোগে ঘটনার কয়েকদিন পর উপজেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি