ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কেরানীগঞ্জের রুহিতপুরের লুঙ্গি (ভিডিও)

প্রকাশিত : ১৬:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঐতিহ্য আর আরামদায়ক পোষাক কেরানীগঞ্জের রুহিতপুরের লুঙ্গি। এই লুঙ্গির বাজার পুরো দেশজুড়ে। তবে সরকারি সুযোগ-সুবিধা তেমন না থাকায় অনেক উদ্যোগতা গুটিয়ে নিচ্ছেন এই তাঁত শিল্প থেকে।

আদিকাল থেকে বুননে নিজের ঐতিহ্য ধরে রেখেছে কেরানীগঞ্জের রুহিতপুরের লুঙ্গি।

গ্রাম্য বাংলায় নিত্যদিন আর ঘরে পুরুষদের পরিধানের অন্যতম বস্ত্র- লুঙ্গির জন্য বিখ্যাত রুহিতপুরী লুঙ্গি । জেলার রামেরকান্দা আর রুহিতপুরের তাঁতীরা সর্বপ্রথম শুরু করেন লুঙ্গি তৈরি। নিখুঁত হাতে বোনা এসব লুঙ্গি বরাবরই বাহারী, টেকসই আর মজবুত। পাকা রং হওয়ায় এর চাহিদাও বেশ।

দেড় দিনে তৈরি হয় এক থান অর্থাৎ চারটি লুঙ্গি। বিনিময়ে শ্রমিকরা পান পাঁচ’শ টাকা। মান ভোদাভেদে এসব লুঙ্গি বাজারে বিক্রি হয় ৩ থেকে ৮’’শ টাকায়।

বংশ পরম্পরায় এলাকার অনেকে আগলে রেখেছেন এ তাঁত শিল্পকে। তবে কাঁচামালের দাম বৃদ্ধি, পুঁজির অভাব আর মজুরী না বাড়ায় অনেকে ঝুকছেন ভিন্ন পেশায়।

তবে সমাজ সেবা অধিদফতর বলছে, তাঁতিদেও সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।

তবে উদ্যোগতারা বলছেন, কাঁচামাল আর ব্যবসায় সহজ শর্তে ঋণ ধরে রাখতে পারে ঐতিহ্যবাহী রুহিতপুরের লুঙ্গির গৌরব।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি