ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

কোভিড আক্রান্ত প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:০৮, ২০ জানুয়ারি ২০২২

দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথমে প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনার পজিটিভ রিপোর্ট আসে। পরে বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, তারা দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে।

এর আগে ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এরও আগে ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আর এর মাধ্যমে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন। তিনি ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি