ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

কোহলিকে কি বার্তা দিলেন সৌরভ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ১৩ সেপ্টেম্বর ২০১৮

‘সতীর্থদের বোঝ, তাঁদের থেকে সেরাটা বের করে আনো৷’ ইংল্যান্ডের মাটিতে সিরিজ হারের ময়নাতদন্তে নেমে কোহলিকে এমনটাই টিপস দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷

দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজ হার ভারতের৷ স্বভাবতেই কোহলির নেতৃত্ব, দল নির্বাচন ও টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে৷ কখনও পূজারাকে দলের বাইরে রেখেছেন বিরাট, কখনও আবার ভুল পিচ রিডিং করে সিমিং উইকেটে জোড়া স্পিনার খেলিয়ে ডুবেছেন৷ সিরিজ হারের পর সাংবাদিকের প্রশ্ন শুনে কনফারেন্স রুমে বিরাটকে রেগে যেতেও দেখা গিয়েছে৷

পরিস্থিতি চাপে পড়ে কাপ্তান বিরাটের মাথা ব্যাথার এখন হাজারও কারণ৷সামনেই দেশের মাঠিতে প্রতিপক্ষ দুর্বল ওয়েস্ট ইন্ডিজ, এরপর ফের বিদেশ সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় নামতে হবে৷ব্রড-অ্যান্ডারসনদের সিমিং উইকেটের পর ক্যাঙ্গারুর দেশে এবার গতির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে কোহলি-রাহানে-পূজারাদের৷ তার আগে দল নিয়ে বিরাটকে ভাবনা চিন্তা করতে পরামর্শ দিচ্ছেন সৌরভ৷

সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে৷বিরাট সফল হলেও অন্যরা ধারাবাহিক নয়, সেকারণে নটিংহ্যামে কামব্যাক করেও পরের দুই টেস্টে লড়াই করেও হারতে হয়েছে ভারতকে৷শেষ টেস্টে ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ওপেনার লোকেশ রাহুল৷ অন্যদিকে মিডল অর্ডারে শতরান পেয়েছেন উইেকটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷ দলে যে প্রতিভার অভাব নেই , এই পারফর্ম্যান্সগুলো থেকে সেকথা বলছেন সৌরভ৷

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি