ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’র বিজ্ঞাপনে পূর্ণিমা

প্রকাশিত : ১০:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০১৯

চিত্রনায়িকা পূর্ণিমা। এবার তিনি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। তবে কোন পণ্যের বিজ্ঞাপন নয়। তিনি ক্যামেরাবন্দি হয়েছেন ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’-এর বিজ্ঞাপনে। ইউনিসেফ বাংলাদেশের জনসচেতনমূলক কাজের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ আপন আহসান।
নয় মাস যাকে গর্ভধারণ, শরীরের রক্তবিন্দু দিয়ে তিলে তিলে বড় করে তোলা, তীব্র কষ্টের মধ্য দিয়ে যাকে পৃথিবীর আলোয় নিয়ে আসা; সেই সন্তানের জন্যই তো জীবন বাজি রাখা যায়। শত বিপদ বিপর্যয় থেকে সন্তানকে আগলে রাখতে পৃথিবীর প্রতিটি মা জড়িয়ে রাখতে চান বুকের মধ্যে। চিরায়ত সেই সত্যকে এবার পর্দায় তুলে ধরলেন অভিনেত্রী পূর্ণিমা।
পৃথিবীর অনেক দেশে অপরিণত শিশু জন্ম নেয়। যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা যথাযথভাবে সেসব শিশুর চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে ক্যাঙ্গারু বেবি কেয়ারের নিয়ম মেনে চললে অপরিণত শিশু সুস্থভাবে বেড়ে উঠতে পারে- বিজ্ঞাপনে সেই বার্তাটিই তুলে ধরা হয়েছে।
শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি