খাগড়াছড়ি সদরের ২ ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা
প্রকাশিত : ১৮:০৪, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৮:২১, ৩০ মে ২০১৭

খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়ন ও কমলছড়ি ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে বাজেট ঘোষনা সভায় ৪ নম্বর পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকতা এলিশ শরমিন। বাজেটে ২০১৭-২০১৮ অর্থ বছরে পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ ৫৬ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৭ শ’ ৬০ টাকা। অন্যদিকে ২ নম্বর কমলছড়ি ইউনিয়ন পরিষদের ৬৬ লাখ ৭৪ হাজার ৪শত ৪৮টাকার বাজেট ঘোষনা করা হয়।
আরও পড়ুন