ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

খাগড়াছড়িতে ফল পরিবহণের উপর টোলের নামে চাঁদাবাজির অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৩, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে উৎপাদিত আমসহ বিভিন্ন ফল পরিবহণের উপর তিন প্রতিষ্ঠান টোলের নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছে ফলদ বাগান মালিক সমিতি।
সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সহ সভাপতি দিবাকর চাকমা। সংবাদ সম্মেলনে বলা হয়, পৌরসভা, বাজার ফান্ড, জেলা পরিষদ মিলে টোলের নামে বিপননের জন্য খাগড়াছড়ি থেকে অন্য জেলায় পাঠানোর সময় পথে পথে চাঁদাবাজি করছে। এ’ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা শাহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সমির হোসেন সুজন উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি