ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ২১ জুন ২০১৭

বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরগতিতে কমছে মাঈনী নদীর পানি।
ছোট মেরুং বাজার ও সড়কের বিভিন্ন অংশের পানি নেমে গেছে। দীঘিনালা-লংগদু সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে মঙ্গলবার মেরুং এর নি¤œাঞ্চলে প্লাবিত হওয়া ৫ গ্রামের অন্তত ১০০ পরিবার ৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদের বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি