ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

খালাস পাওয়ার ১৮ বছর পর আসামির যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

খালাস পাওয়ার ১৮ বছর পর আবারও কারাগারে যাওয়ার আদেশ দেয়া হলো সিলেটের বালাগঞ্জের দুলাল হত্যা মামলার আসামি ফারুক মিয়াকে। 

হাইকোর্টের খালাসের রায় বাতিল এবং বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

তবে বহাল রাখা হয়েছে তার জরিমানা। 

বুধবার (১৫ জুন) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ চূড়ান্ত রায়টি দেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ৮ ডিসেম্বর গাছের ডালকাটা নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা করা হয় দুলালকে। ২০০২ সালের সিলেটের আদালত ফারুককে মৃত্যুদণ্ড দেয়। 

আপিলের পর ২০০৪ সালে প্রমাণের অভাবে তাকে খালাস দেয় হাইকোর্ট। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি