ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খালেদা জিয়ার আবেদন খারিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩২, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি পেশ এবং সময় চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। এমনকি হাইকোর্টে আপিল শুনানী আগামী ৩১ অক্টোরের মধ্যে শেষ করতে সময় বেধে দিয়েছেন আদালত।

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এরফলে আপিল বিভাগের নির্ধারন করা ৩১ অক্টোবরের মধ্যে হাইকোর্টে এই মামলার আপিল শুনানী শেষ করতে হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

এর আগে গেল সপ্তাহে এই মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর আর্জি জানিয়ে দুদক এবং রাষ্ট্রপক্ষ তাদের শুনানী শেষ করে।

আর আসামীপক্ষ আরো সময় চেয়ে আবেদন করলে তা নাকচ করে হাইকোর্ট। এরপর খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়, যা আজ খারিজ হল। এ বছর ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা প্রদান করে বিচারিক আদালত। এরপর সে দিন থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন।

তবে বর্তমানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি