ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪৮, ১৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে এসেছে। 

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টি আদেশের জন্য কার্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এর আগে এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে ১৩ জুন এসব নথি দাখিলে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

আইনজীবী মামুনুর রশিদ রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র্ সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় ও বিপুল বাগমার। 

এদিকে, শুনানিতে যুক্ত হয়ে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি