খালেদাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি
প্রকাশিত : ১১:১৫, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৩৭, ৮ নভেম্বর ২০১৮

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে কারা অধিদফতর।
এছাড়া বিএসএমএমইউ এর একটি সূত্রও জানিয়েছে, আজ স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকদের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে। সেখানেই তাকে কারাগারে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সকাল থেকেই বিএসএমএমইউ এর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য। একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশেও।
এসএ/
আরও পড়ুন