ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খালেদাকে যথাযথ চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৯, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মেডিকেল বোর্ডের পরামর্শ মতো কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসার দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের নিষ্পত্তি করে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং ফের তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার দাবিতে করা রিটের ওপর আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

এর আগে মঙ্গলবার (১৩ নভেম্বর) হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিন ধার্য ছিল। ওইদিন সম্পূরক তথ্য দাখিলের আবেদনের পর ১৮ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।

১১ নভেম্বর (রোববার) খালেদার পক্ষে আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, চিকিৎসাসেবা শেষ না করে বিএনপির চেয়ারপারসনকে কারাগারে পাঠিয়ে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী।

রিটে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা চলমান রাখার আবেদন জানানো হয়েছে।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি