ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

‘খালেদার রায়কে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনও প্রতিক্রিয়া পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চার দিন সফর শেষে গতকাল সুইস প্রেসিডেন্টকে বিদায় জানালাম। তিনি এ ব্যাপারে কিছু বলেননি। বরং তাকে বিএনপি-জামায়াত বিরোধী ইউরোপিয়ান পার্লামেন্ট রেজ্যুলেশনের কথা বলার সময় তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং একাত্মতা জানিয়েছেন।

আগামীকাল যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায় আসা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাকে স্বাগত জানাই। রোহিঙ্গা বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ আমাদের অনেক সহযোগিতা করেছে।’

তিনি জানান, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি এবং একইসঙ্গে পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিক্যান সফর করবেন। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী।

ইতালি সফরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন বলে জানানো হয়েছে।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি