ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

খালেদার সঙ্গে দেখা করতে কারা ফটকে আইনজীবীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে কারা ফটকে গেছেন তার মামলার প্যানেলভুক্ত পাঁচ আইনজীবী। শনিবার দুপুরের পর আইনজীবীরা কারা ফটকে গিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

পাঁচ আইনজীবী হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান।

কারা ফটকের সামনে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের কাছে খালেদা জিয়ার সাথে দেখা করার আবেদনটি তারা জমা দেন। পরে আবেদনপত্রটি কারা কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সেখানে দায়িত্বরত লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন। কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে আইনজীবীদের ভিতরে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি