ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

‘খালেদার সাজা দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা দ্বিতীয় সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, খালেদার জিয়ার সাজা প্রমাণ করেছে বিএনপি দুর্নীতিগ্রস্ত দল।

খালেদা জিয়ার রায়কে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করলে জেল-জুলুম থাকবেই। আমি চার বছর জেল খেটেছি। গত ৮ ফেব্রুয়ারি ১০ বছর পর একটা মামলার রায় হলো। এ রায়টি যে যেভাবেই দেখুন না কেন, এ রায় বাংলাদেশের দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবাণী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের জায়গায় থাকলে আমিও একই কথা বলতাম। এটা বলবেনই। কেউ কি মেনে নেয় আমি দুর্নীতিবাজ! তবে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ নম্বর ধারা রায়ের আগেই রাতের আঁধারে তুলে দিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।’

ওবায়দুল কাদের আরও বলেন, পলিটিক্যাল বক্তব্য ভালো ভালো কাজকে ঢেকে দিচ্ছে। পলিটিক্যাল বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা আমাদের  মুখ্য কাজ নয়। দেশের উন্নয়নটা আমাদের কাছে মুখ্য। রাজনীতি আছে, থাকবে। রাজনৈতিক দল আছে, দেশে নির্বাচন আছে, এসব জেল-জুলুমও থাকে। জেল-জুলুম এগুলো সহ্য করেই এখানে ক্ষমতায় এসেছি।  আমাদের নেত্রীকেও জেল খাটতে হয়েছে। আমার নিজেরও চার বছরের জেলজীবন। এগুলোই আমাদের  জীবন। জেলা যাওয়াটা রাজনীতির অনুষঙ্গ।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

একই মামলায় ১০ বছর করে কারাদণ্ড পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি