ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

শনিবার সকাল সাড়ে ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ। 

ঈদ জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে নগরীতে ঈদের দ্বিতীয় ও শেষ জামাত সকাল সাড়ে নয়টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, ঈদ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি