খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত : ০৯:২৪, ২৬ আগস্ট ২০১৭
 
				
					কুষ্টিয়ার পোড়াদহে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেস লাইনচ্যুত হলে এ অবস্থার সৃষ্টি হয়।
আজ শনিবার সকালে খুলনা থেকে ঢাকা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বিকল্প পথে পার করা হয়েছে বলে জানিয়েছেন পোড়াদহ রেলওয়ের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা করছে। বগিটি উদ্ধার হলেই রেলযোগাযোগ স্বাভাবিক হবে।
//আর//এআর
আরও পড়ুন
 
				        
				    






























































