ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খুলনায় তেলের ডিপোতে আগুন, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে দুজন দুজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। এতে তিনটি ট্যাংক-লরি পুড়ে গেছে।  

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে। ডিপোর লোডিং পয়েন্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

খুলনা খালিশপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, অগ্নিকাণ্ডে দুজন নিহতের খবর পাওয়া গেলেও এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অগ্নিকাণ্ডে দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি