ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

খুলনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত বিকুল খুলনার মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাগার আব্দুল আওয়ালের ছেলে।

জানা গেছে, রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি গুলি ছুড়ে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ বিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি