ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গণভবনের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিরাপত্তাকর্মী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। নিরাপত্তার দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হবে বলে জানিয়েছে এসপিবিএন কর্তৃপক্ষ।
গণভবনের উত্তর গেটে দায়িত্ব পালন কালে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রকেটশন ব্যাটালিয়ন এসপিবিএনের নায়েক আতিকুর রহমান রাত এগারোটার দিকে গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নায়েক আতিকুর রহমানের বাড়ি নোয়াখালি। ঘটনার পর শিশু সন্তান নিয়ে হাজির হন আতিকুর রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
নিহত আতিকুর রহমানের বুকে গুলি লাগার ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন এসপিবিএন-২এর সিও ইকবাল হোসেইন।
ময়না তদন্তের জন্য তার লাশ রাতেই মর্গে নেয়া হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি