ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ২৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ দিয়েছে ওষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, কিটের সেনসিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে। অর্থাৎ ৬৯ দশমিক ৭ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬০৭ জনে। অদৃশ্য এই ভাইরাসে মোট মারা গেছেন এক হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি