ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

গরুর ট্রাক-মাইক্রো সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুর ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মাইক্রোবাসের ছয় আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।

রোববার ভোররাত ৩টার দিকে মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহবুব আলম। তিনি বলেন, নিহতদের মধ্যে দু’জন শিশু আর তিনজন নারী। তারা সবাই পরস্পরের আত্মীয়।

আহতদের ফেনী সদর হাসপতাল এবং চট্টগ্রামের মীরসরাই বারৈয়ারহাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মাহবুব বলেন, বিদেশ থেকে আসা এক আত্মীয়কে আনতে ফেনী থেকে ওই মাইক্রোবাসে করে হতাহতরা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন বলেন, মাইক্রোবাসটি সুলতানা ফিলিং স্টেশন পার হওয়ার সময় টেকনাফ থেকে কোরবানির গরু নিয়ে ছাগলনাইয়াগামী ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা আহত ট্রাক চালক, তার সহকারী এবং গরুর মালিককে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি হাসপাতালে ভর্তি করে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং মাইক্রোবাস থেকে ছয় জনের লাশ উদ্ধার করে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই মো. মাহবুব বলেন, ওই দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর সকাল ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।

এসআই মাহবুব বলেন, দুর্ঘটনাকবলিত ওই ট্রাকে ১৭টি গরু ছিল


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি