ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গাইবান্ধায় গণপিটুনিতে ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৩, ২৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চরচৌমুহনে (বুলবুলির চর) ডাকাতির ঘটনায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় খোকা মিয়া (২৮) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ডাকাতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে একদল ডাকাত ২টি নৌকা নিয়ে চরচৌমুহন গ্রামে ডাকাতি করতে আসে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে দুলাল মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি মারা যান ও বাবলু মিয়া নামের একজন গুলিবিদ্ধ হন। বাবলু মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় গ্রামবাসী দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক ডাকাত মারা যায় ও খোকা নামের এক ডাকাত গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে ও খোকা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি