ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গাইবান্ধায় ট্রাক্টরচাপায় মটরসাইকেলের দুই আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সজিব চন্দ্র ঘোষ (২২) ও নোর উত্তম (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগনে।

বুধবার সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব চন্দ্র ঘোষ ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে। আর নোর উত্তম বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের বড় দরগাহ এলাকায় সজিব ও নোর উত্তমের বইয়ের দোকান আছে। সেখান থেকে বুধবার সকালে গাইবান্ধা দিয়ে দক্ষিণ উল্লা গ্রামে বাড়ি ফেরার পথে চিথুলিয়া এলাকায় পৌঁছলে সাঘাটার দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাক্টর চালক ও তার সহকারীরা পালিয়ে গেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি