ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গাইবান্ধায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৮ জুলাই ২০১৮

গ্রেফতারের একদিন পর গাইবান্ধায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছামছুল হক (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত শামসুল ডাকাত দলের সদস্য ছিলেন। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি ছিলেন। শামসুলের বাড়ি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে।
রোববার ভোরে পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়ার জানান, শনিবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে শামসুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে পুলিশ অস্ত্র উদ্ধার ও অন্য সঙ্গীদের গ্রেফতারে আজ ভোরে সাকোয়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় শামসুলকে ছিনিয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শামসুল গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত শামসুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ১২টি মামলা রয়েছে বলে জানান ওসি।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি