ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গাইবান্ধায় ভাঙ্গনে বিলীন ৩০ হাজার ঘড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বদলে যেতে বসেছে গাইবান্ধার মানচিত্র। গেলো ২ বছরে নদীগর্ভে বিলীন হয়েছে গাইবান্ধার আবাদী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা ও হাটবাজার। নিশ্চিহ্ন হয়েছে অন্তত ৩০ হাজার ঘর।

প্রতিবছরই ভাঙ্গছে নদীর পার আর একটু একটু করে বিলীন হচ্ছে ফসলি জমি-সহ বিভিন্ন স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গাইবান্ধায় গেলো দুই বছরে তিস্তা, যমুনা আর ব্রহ্মপুত্রের গর্ভে হারিয়ে গেছে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৬টি মসজিদ, ১২টি মন্দির, হাট বাজারসহ অন্তত ৩০ হাজার ঘর।

নদীভাঙ্গনের শিকার পরিবারগুলোর অধিকাংশই বাঁধে অথবা অন্যের জায়গায় মানবেতর জীবনযাপন করছেন। বারবার ভাঙ্গনের কবলে পড়া এসব মানুষের নিত্যসঙ্গী এখন বেকারত্ব।

অস্থায়ী এসব জায়গায়ও নেই নিরাপদে থাকার নিশ্চয়তা। ভাঙ্গন আতঙ্ক তাড়া করে বেড়ায় সবসময়ই।

ভাঙ্গন প্রতিরোধে প্রকল্প প্রণয়ন হয়েছে জানিয়ে দ্রুতই কাজ শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

প্রকল্পের বেড়াজালে পড়ে মানচিত্র বদলের আগেই ভাঙ্গনরোধে কার্যকর পদক্ষেপ চায় গাইবান্ধাবাসী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি