ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ছাইদার রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে উপজেলার ঘোড়াঘাট সড়কের বাগমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ছাইদার একই উপজেলার নিমদাশের ভিটা গ্রামের মৃত বয়ান ব্যাপারীর ছেলে বলে জানা গেছে।

ওসি মাহমুদুল আলম জানান, বুধবার রাতে দিনাজপুর থেকে ইজিবাইকে করে ছাইদার পলাশবাড়ী যাচ্ছিলেন। এ সময় মেরিরহাট বাগমাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ছাইদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি