ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

গাছ রক্ষার আহ্বান মেয়র লিটনের

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ৩ সেপ্টেম্বর ২০১৯

পদ্মা নদীর ধারে লালন শাহ পার্কে সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সিটি করপোরেশন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

সেখানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মানবজাতি, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী বৃক্ষরোপণের আন্দোলন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তবে গাছ লাগানো সহজ হলেও, তা রক্ষা করা কঠিন হয়। এজন্য স্থানীয় এলাকাবাসীকে সচেতন হতে হবে। তাদেরকেই গাছগুলো রক্ষা করতে হবে। এ সময় মেয়র সিটি করপোরেশনের গাছ পরিচর্চাকারীদেরও সতর্ক হওয়ার নির্দেশ দেন মেয়র।

তিনি বলেন, পদ্মা নদীর ধারে যে গাছগুলো লাগানো হচ্ছে, পরবর্তীকালে এটি সবুজ বেষ্টনি হিসেবে কাজ করবে। উষ্ণ মৌসুমে তাপ, ঝড় মৌসুমে নদীর চরের বালু শহরে প্রবেশের ক্ষেত্রে বাধা হবে গাছগুলো। এতে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

‘জীবনের স্পন্দন বৃক্ষ’ এই ¯স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ।

প্রসঙ্গত, রাজশাহী সিটি করপোরেশন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। গাছগুলোর মধ্যে রয়েছে মেহেগুনি, কড়ই, নাড়িকেল, আম, রাজকড়ই, নিম, অর্জুন, হরতকি, বহেড়া, জাম্বুরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি