গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ অবরোধ
প্রকাশিত : ১৯:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-যমুনা সেতু রেললাইন ও ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ব্লকেট কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এই কর্মসূচি শুরু হয়, চলে সোয়া এক ঘন্টা। এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ট্রেন।
এই কর্মসূচিতে গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। এছাড়াও এমআইএসটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, ভাওয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা জানান, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গঠিত ৯ সদসের পে এন্ড সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের উপ-সহকারী প্রকৌশলী পদ নির্ধারণ ও নিশ্চিত করা হয়।
এসময় আন্দোলনকারীরা তাদের ৭ দফা দাবি জানান। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণে গাজীপুর-শিমুলতলী সড়কে একটি মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভুরুলিয়া এলাকায় গিয়ে ঢাকা-যমুনা সেতু রেলরুটে অবস্থান করে এই কর্মসূচি পালন করে।
এএইচ
আরও পড়ুন