গাজীপুর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৫:৫৬, ২৭ আগস্ট ২০১৭
 
				
					গাজীপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে হোসেন আলী (৬) ও মো. সোয়ান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকা এ ঘটনা ঘটে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল গণমাধ্যমকে জানান, বেলা ১২টার দিকে শিশু দুইটি বাড়ির পাশে ডোবার কাছে বসে খেলছিল। বেলা ১টার দিকে পরিবারের লোকেরা তাদের খুঁজে না পেয়ে ডোবায় তল্লাশি চালালে পানির নিচ থেকে তাদের লাশ পাওয়া যায়। শিশু দুইজনেই পাইনশাইল প্রি-ক্যাডেট মাদ্রাসার নার্সারির ছাত্র ছিল।
//আর//এআর
আরও পড়ুন
 
				        
				    






























































