ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

গাজীপুর সিটির ৫ হাজার ৭ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ৯ আগস্ট ২০২০

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। যেখানে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭ কোটি ২১ লাখ টাকা।

আজ রোববার সিটি করপোরেশন মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

বাজেটে ট্যাক্স, ফিস, ইজারা ও টোল অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে ৭৫ কোটি টাকা। এছাড়া ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবা নিশ্চিতে করতে গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি বাজেটে নাগরিকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাক্স কমানো হয়েছে বলে জানান মেয়র।

এআই//আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি