ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে অবসরপ্রাপ্ত কারারক্ষী নিহতের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ১৩:৫৪, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৪১, ২৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে অবসরপ্রাপ্ত কারারক্ষী রুস্তম আলী নিহতের ঘটনায় মামলা হয়েছে। গেল সোমবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী  নাসরিন আক্তার। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলা প্রাধান আসামি করা হয়েছে হিমেল নামে এক যুবককে। এজাহারে তিনি উল্লেখ করেন, কোনাবাড়ি এলাকায় নিহত রুস্তম আলীর ভাই শাহ আলমে মেয়েকে হিমেল নামের এক যুবক উত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় তাকে খুন করা হয়।  গতকাল কাশিমপুর কারাগারের সামনে রুস্তমকে গুলি করে হত্যা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি