ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তেঁতুলঝোড়ায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে ফাহিম নামের ১৩ বছরের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে পিতা আফসার হোসেন ও মাতা মরজিনা বেগমের একমাত্র সন্তান। তার স্থায়ী ঠিকানা তেঁতুলঝোড়া, হেমায়েতপুর, গ্রাম-ভোলা।

পরিবার সূত্রে জানা গেছে, ফাহিম গত ২২ এপ্রিল ২০২৫ (সোমবার) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নিজ বাসা তেঁতুলঝোড়া থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের সময় তার পরনে ছিল কমলা-কালো রঙের গেঞ্জি এবং আকাশি রঙের পায়জামা। গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি।

পরিবারটি ইতোমধ্যে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং যে কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

যোগাযোগ: ০১৩১২১৭৬২৬৮

সংশ্লিষ্ট যেকোনো তথ্য দিয়ে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করার অনুরোধ জানিয়েছে তার স্বজনরা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি