ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৫, ১৩ নভেম্বর ২০২২ | আপডেট: ০৮:৩১, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে পুরে গেছে বিপুল পরিমাণ মালামাল।  ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কোনাবাড়ির নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কোনাবাড়ি এলাকায় স্থানীয় সেলিম শেখের মালিকানাধীন ঝুটের গুদা‌মে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। 

খবর পে‌য়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কা‌জে যোগ দেয়। 

আগু‌নে পু‌ড়ছে ঝুট মালামাল, ঢেউটিনসহ গুদা‌মের বিপুল প‌রিমাণ মালামাল। অগ্নিকাণ্ডের  কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণ আসেনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি