ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গাজীপুরে দোকান কর্মচারিকে হত্যার অভিযোগ, আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ১ জুন ২০১৭ | আপডেট: ১৪:৪০, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর খাঁ পাড়ায় তমাল নামে এক দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, কয়েকদিন আগে রাসেল নামে একজনের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে তমালের ঝগড়া হয়। গতকাল দোকান থেকে বাসায় ফেরার পথে তমালকে পিটিয়ে রাসেল গুরুতর আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে । রাত সাড়ে ১১টার দিকে একটি নির্মানাধীন ভবনে মুমুর্ষ অবস্থায় তমালকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন দোকান মালিক আহসানউল্লাহ। পরে তমালকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ৮ জনকে আসামী করে টঙ্গী থানায় মামলা করেছেন ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি