ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

গাজীপুরে নির্বাচনী প্রচার-প্রচারণায় খুলনার মেয়র (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় যোগ দিয়েছেন খুলনায় সদ্য বিজয়ী আওয়ামী লীগের মেয়র তালুকদার আব্দুল খালেক। তার মতে, স্থানীয় সরকার নির্বাচন হলেও গাজীপুরে জয় পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। বিএনপির মেয়র প্রার্থীর সুনির্দিষ্ট রূপরেখা নেই বলেও জানান তিনি।

একই দিনে নির্বাচন হওয়ার কথা ছিল গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে। যথা সময়ে খুলনায় নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আইনি জটিলতায় প্রায় এক মাস পিছিয়ে যায় গাজীপুরের ভোটগ্রহন।

এখন জোরেশোরে নির্বাচনী প্রচারণা চলছে গাজীপুরে। দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমের জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন খুলনার মেয়র।

তালুকদার আব্দুল খালেকের মতে, গাজীপুরের ফলাফল আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে।

বিএনপির প্রার্থী প্রচারণার চেয়ে অভিযোগ বেশি করছেন বলেও জানান তিনি।

গাজীপুরের উন্নয়নের স্বার্থে সঠিক জনপ্রতিনিধি বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বর্ষিয়ান এই নেতা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি