ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গাজীপুরে নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরে যৌতুক না দেওয়ায় নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেনে। রোববার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের ভাড়া ঘরের পাশের ঝোপ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ

নিহত সুফিয়া (৩৮) পৌর এলাকার ভাংনাহাটি (চাপিলা পাড়া) গ্রামের মৃত শামসুদ্দিনের মেয়ে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী আবুল হোসেন পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত আবুল বেশ কিছুদিন ধরেই তার শ্বশুরবাড়ি থেকে যৌতুক দাবি করে আসছিল। সুফিয়া যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় তাকে পিটিয়ে হত্যা করে আবুল।

হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিকভাবে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি