ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

গাজীপুরে বড় ব্যবধানে এগিয়ে নৌকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২৬ জুন ২০১৮

জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১০৩টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এসব কেন্দ্রে নৌকা প্রতীকে এক লাখ ২০ হাজার ৯৫৫ ভোট পেয়েছেন। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৫৩ হাজার ৬৩ ভোট। এতে দেখা যাচ্ছে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী।

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত ১৯ নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন এবং মেয়র পদে সাতজন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে মোট ৩৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি