ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

গাজীপুরে যত্রতত্র শরবতের দোকান (ভিডিও)

প্রকাশিত : ১২:১৩, ৯ এপ্রিল ২০১৯

গাজীপুরের বিভিন্ন হাট বাজার ও মহাসড়কের পাশে বেসুমার শরবতের দোকান। অভিযোগ উঠেছে, এতে ব্যবহার করা হচ্ছে মাছের বরফ। তারপরও সচেতনতার অভাবে অনেকেই পান করছে এই পানীয়। আক্রান্ত হচ্ছে জন্ডিস, ডায়রিয়া. টাইফয়েডসহ নানা রোগে।

গ্রীষ্মে তৃষ্ণার প্রবণতা বেড়ে যায়, তাই রাস্তার পাশে শরবতসহ নানা পানীয় পান করে মানুষ। দোকানদাররা চিনি,লবন, লেবু, বরফসহ বিভিন্ন উপকরন মিশিয়ে তৈরি করে এই শরবত।

কখনো কখনো মাছে ব্যবহৃত বরফ এই বরফ শরবতে দেয়া হয় বলে অভিযোগ ক্রেতাদের। 

তবে অভিযোগ অস্বীকার করেছে বিক্রেতারা।

চিকিৎসকদের মতে, খোলা, রং দেয়া এসব শরবত পানে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে মানুষ।

কনসালটেন্ট মেডিসিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল।

পথেঘাটে শরবত পান রোধে সবার সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই চিকিৎসক।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি