ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

গাজীপুরের প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরে ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার-প্রচারণায় ভীষন ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনে কমিশনকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন প্রার্থীরা। এই আশ্বাসে শান্তিপূর্ণ নির্বাচনে আরো বেশি আশাবাদী হয়েছেন নগরবাসী। ভোটাররা চান উন্নত-আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী। সেই প্রতিশ্র“তিও মিলছে দুই মেয়র প্রার্থীর কাছ থেকে।

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আশ্বাস দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

প্রচারণার ৪র্থ দিনেও নির্বাচন ঘিরে গাজীপুর এখন উৎসবের নগরী।

তবে ভোটাররা তাদের ভবিষৎ মেয়রের কাছে রাস্তাঘাটের উন্নয়ন, যানজট ও মাদক মুক্ত একটি সুন্দর নগরীর প্রত্যাশা করেন।

মেয়র প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে প্রতিশ্র“তির কার্পন্য করছেন না। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর দোষ ত্র“টি তুলে ধরতেও ভুল করছেন না।

নির্বাচনে জয় পরাজয় থাকবে বিরোধীতাও থাকবে কিন্তু নগরীর উন্নয়নে সবাই এক হয়ে কাজ করবেন-এই প্রত্যাশা নগরবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি