ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

গেল ৩ মাসে ২৫ শতাংশ রপ্তানী বেড়েছে চীনে

প্রকাশিত : ১৪:২৭, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:২৭, ৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গেল ৩ মাসে ২৫ শতাংশ রপ্তানী বেড়েছে চীনে, আগামী ২ বছরের মধ্যে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশটিতে বাংলাদেশী পণ্যের বহুমূখী রপ্তানীর বিশাল বাজার রয়েছে বলেও মনে করেন তারা। এদিকে চীনের রাষ্ট্রপতির আসন্ন সফরে যেসব বাণিজ্য চুক্তি হতে পারে, এতে অর্থনৈতিকভাবে লাভবান হতে দেন দরবারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চীনে বাজার সুবিধা থাকলেও রপ্তানী পণ্য কাঁচামাল, সোনালী আঁশ কিংবা প্লাস্টিকের বাইরে বহুমূখী পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রয়োজন বিনিয়োগ এবং শুল্কমুক্ত সুবিধা। এতে রপ্তানী আয় যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিক সম্পর্ক তৈরি হবে দুই দেশের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ বিষয়ে আলোচনার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। অংশ নেন সিপিডির গবেষক সহ অর্থনীতিবিদরা। তুলে ধরেন চীন-বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনার বিভিন্ন দিক। চীনের রাষ্ট্রপতির আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেন আলোচকরা। এদিকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে বলে দাবী করেন বাণিজ্যমন্ত্রী। তবে চীনের সংগে সম্পর্ক লাভজনক করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশটির অংশিদারিত্ব আশা করেন তিনি। রাজনীতিতে মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক উন্নয়নে কোন বিতর্ক থাকা উচিত নয় বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি