ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গোপালগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে ইয়াবাসহ গৌতম রায় নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার রাতে জেলার সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সাহাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ঠুটামান্দ্রা গ্রামের গৌতম রায় দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছিল। শনিবার গৌতম একটি ইয়াবার চালান নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদে পুলিশ তার পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে মটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তখন তাকে ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৩ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি