ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ শেখ কামাল আউটার স্টেডিয়াম মাঠে এ মেলার উদ্ধোধন করেন এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মাসব্যাপি এ মেলার আয়োজন করেছে। মেলায় হরেক রকম পণ্যের পসরা সাজিয়েছে শতাধিক স্টল বসেছে। এ ছাড়া মেলায় সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকুপে সাইকেল চালনাসহ নানান রকমের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এফবিসিসিআই-এর পরিচালক রেজাউল করিম রেজনু, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়্যারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমূখ।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি