ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

গৌরীপুরের সেই মেয়েটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২৬ জুলাই ২০১৮

সঙ্গীতশিল্পী লিজা। গানের সুরে মাতাল করেছেন কোটি শ্রোতার হৃদয়। একের পর এক নতুন গান গেয়ে চলেছেন তিনি। নিজেই সেই গানের সঙ্গে মডেল হয়ে ভিডিও প্রকাশ করছেন। যা দেখে ইতিমধ্যে লিজার প্রেমে পড়েগেছে অসংখ্য তরুণ। এই শিল্পী যে শুধু গানের মধ্যেই নিজেকে আটকে রেখেছেন তা কিন্তু নয়। ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। যদিও সেই ভ্রমণগুলো এই গানের উপর ভর করেই।

এই তো কয়েকদিন আগে ঘুরে আসলেন সুইজারল্যান্ড থেকে। মুগ্ধ চোখে দেখে এলেন দেশটির প্রাকৃতিক সৌন্দর্য। সুইজারল্যান্ডকে অনেকে বলে পৃথিবীর স্বর্গ। কেন বলে, তা দু’চোখ ভরে না দেখলে বোঝা যাবে না।

এ বিষয়ে লিজা বলেন, ‘যদিও স্টেজ শোর উদ্দেশ্যে সেখানে যাওয়া। তাই শো করার ফাঁকে খুব একটা ঘুরে বেড়ানোর সুযোগ থাকে না। কিন্তু মনটা যখন-তখন দলছুট হয়ে যেতে চায়। প্রকৃতির হাতছানি এড়ানো যায় না বলেই এমন হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু একা নয়, দল বেঁধেই ঘুরেছি। মুগ্ধ হয়ে দেখেছি জলপ্রপাতের দুর্বার ছুটে চলা, সাগর পাড়ে পড়ন্ত বিকেল আর সবুজে ঢাকা পাহাড়। এর আগেও সুইজারল্যান্ড গিয়েছি। সেটা ছিল ২০১১ সাল। পাহাড়ি পথ পেরুনো সেবারের সফরটাও ছিল রোমাঞ্চকর। তারপরও এটাই সত্যি যে, পাহাড়ের চড়াই-উতরাই পেরুনো কিংবা সাগর কূলে ছুটে যাওয়ার চেয়ে গহিন বনে ঘুরে বেড়ানোর প্রতি আমার আকর্ষণটা বেশি। যে জন্য কেউ প্রিয় জায়গার কথা জানতে চাইলে সুইজারল্যান্ড নয়, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া দেশ দুটির কথাই বলি।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য-আধুনিক সৃষ্টিকর্ম দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি প্রবাসী বাঙালিদের আতিথেয়তায় ধন্য হয়েছি। কিন্তু যত দেশেই যাই না কেন, মন সবসময় দেশেই পড়ে থাকে। নিজ দেশের মতো কোনো দেশকেই যে এতটা ভালোবাসতে পারিনি। ঘুরে বেড়ানোর জন্য পৃথিবীর নানা প্রান্তে যেতে হবে- এটাও আমি মনে করি না। পাহাড়, সমুদ্র এ দেশেও আছে। যার অপার সৌন্দর্য মুগ্ধ হননি এমন মানুষ কমই পাওয়া যাবে। আমাকে হাতছানি দিয়ে ডাকে ময়মনসিংহের ছোট্ট গৌরীপুর আর সুন্দরবন। যদিও সুন্দরবন এখনও দেখার সুযোগ হয়নি। কিন্তু সময়-সুযোগ পেলেই সেখানে ছুটে যাই প্রাণের শহর গৌরীপুরে।’

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি