ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

‘গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে আন্তরিক হতে হবে’

প্রকাশিত : ২১:০১, ২ ফেব্রুয়ারি ২০১৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তবেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। লাকসাম পৌরসভা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় চিকিৎসক ও সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে আজ শনিবার তিনি এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করণে বর্তমান সরকার বদ্ধপরিকর। অগ্রাধিকার ভিত্তিতে সব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হবে।

লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাখেন কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহদাত হোসেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি