ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গ্রাহকদের স্বর্ণ ফেরত দিয়েছে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৪:২৫, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

আপন জুয়েলার্সের ৫টি শাখায় মেরামতের জন্য রাখা স্বর্ণ গ্রাহকদের ফেরত দিয়েছে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ।
রাজধানীতে আপন জুয়েলার্সের ৫টি শাখায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর, বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি এবং আপন জুয়েলার্স কতৃপক্ষের উপস্থিতিতে এসব স্বর্ণ ফেরত দেয়া হয়। সব ক’টি শাখা মিলিয়ে একশ’ ৮২ জন গ্রাহকের সাড়ে তিন কেজি স্বর্ণ ফেরত দেয়ার কথা জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গত ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের ৫টি শাখা থেকে সাড়ে ১৩ মন সোনা এবং ৪২৭ গ্রাম ডায়মন্ড জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি