ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের দ্রুত শুনানির উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ২১ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:২৭, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য দ্রুত উদ্যোগ নেয়া হবে। প্রায় ২ বছর পর মামলার পেপারবুক তৈরি সম্পন্ন হওয়ায় এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে গুরুত্বপূর্ণ অন্য সব মামলা রেখে ২১শে আগস্ট মামলার রাষ্ট্রপক্ষের দ্রুত শুনানির উদ্যোগকে জনমনে বিভ্রান্তি হতে পারে বলে মন্তব্য করেছেন অন্য আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। 

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো হয় গ্রেনেড হামলা। শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও, নিহত হন ২৪ জন। আহত হন অনেকে। 

২০১৮ সালে অক্টোবরে বাবর-পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড ও তারেক রহমান-হারিস সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। ১৪ বছর পর এই মামলার রায় আসে।

পরে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায়সহ অন্যান্য নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় আসে। আপিল করেন আসামীরা। তবে প্রায় ২ বছর পর তৈরি হয় মামলার পেপারবুক।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, পেপারবুক তৈরি হয়ে গেছে। আমি এ ব্যাপারে চেষ্টা করবো ইমিডিয়েটলী এটা কোন কোর্টে ফিক্সড করার জন্য।

মামলার গুরুত্ব বিবেচনায় দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। তবে দ্রুততার সাথে নয়, সব মামলাকে সমান গুরুত্ব দেয়ার কথা বলেন আসামী পক্ষের আইনজীবী।

আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যখনই সরকার করতে চাপে তখনই আমরা প্রস্তুত। তবে একটা কথা, দীর্ঘদিন যেসব ফাঁসির আসামী কারাগারে আছে তাদের মামলা সব আসামীর মামলা বাদ দিয়ে হঠাৎ করে যদি শুরু হয় সেখানে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটা কোন কথা হলো না। এটা অনেক আগের মামলা। তৎকালীন সরকার ইচ্ছাকৃতভাবে এটাকে ভিন্ন পথে প্রবাহিত করেছিল।

বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে নেতৃত্বশূন্য করতেই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়। অপরাধী ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন আদালত। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি