ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ২৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

এবার ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার বিয়ে-শাদি ঠিক করে দেওয়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করে এনবিআর।

আগামী সাত কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে এনবিআর।

এছাড়া ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এবং তাদের দুই পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর।

এর আগে গত ২১ অক্টোবর মোল্লা কাওছার ও শেখ মারুফসহ তাদের পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল এনবিআর।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি